কিভাবে ট্রিপল ডিসপ্লে সাপোর্টেড মাদারবোর্ডগুলো খুঁজে পাবেন?

A Motherboard having 3 display outputs
A Motherboard having 3 display outputs

৩টি ডিসপ্লে আউটপুট দেখে মাদারবোর্ড কেনার পর যখন মনিটর কানেক্ট করতে গেলেন, তখন দেখা গেল সর্বোচ্চ দুইটি মনিটর একত্রে (simultaneously) ব্যবহার করা যায়, অর্থাৎ যেকোনো দুটি আউটপুট একসাথে ব্যবহার করা যাচ্ছে!

তবে, ৩টা ফিজিক্যাল ডিসপ্লে আউটপুট থাকা মানে ট্রিপল ডিসপ্লে সাপোর্ট করবে, এমনটা নাও হতে পারে। অনেক মাদারবোর্ডে ৩টা (এমনকি ৪টা) ডিসপ্লে আউটপুট দেয়া থাকে যাতে করে ব্যবহারকারী তাঁর মনিটর এর পোর্ট ইন্টারফেস অনুযায়ী যেকোনো দুটি ব্যবহার করতে পারে। বিভিন্ন ধরনের ডিসপ্লে পোর্ট ইন্টারফেস রয়েছে। যেমনঃ VGA, HDMI, DVI, DisplayPort (DP) ইত্যাদি।

যদিও, আপনি যেই মাদারবোর্ডটি নিতে চান সেটির ব্র্যান্ড ও মডেল নম্বর (যেমনঃ ASrock H410M-HDV) গুগল এ সার্চ করলে প্রথম লিংকটিতে ম্যানুফ্যাকচারার (এক্ষেত্রে ASrock) ওয়েবসাইট পেয়ে যাবেন। এবং তাদের ওয়েবসাইটের স্পেসিফিকেশন পেইজে গিয়ে আপনি জেনে নিতে পারবেন এটি মোট কয়টি ডিসপ্লে একসাথে সাপোর্ট করে (ছবি দেখুন)।

এই পদ্ধতিটি যদিও সবচেয়ে নির্ভরযোগ্য ও সঠিক এবং আমরাও এটি রেকমেন্ড করি, কিন্তু সবক্ষেত্রে এটি কার্যকর নয়। যেমন ধরুন, আপনি নতুন পিসি বিল্ড করবেন, প্রসেসর বেছে নিয়েছেন, এখন মাদারবোর্ড নেয়ার পালা। আপনার সামনে অনেক অনেক ব্র্যান্ডের এবং অনেক মডেলের মাদারবোর্ড রয়েছে। সবগুলো এক এক করে তো তাদের ওয়েবসাইট ঘেটে চেক করা প্রচুর সময় ও শ্রমসাপেক্ষ ব্যাপার, যা প্রায় অসম্ভব কাজ। আবার দেখা যায়, অনেক মাদারবোর্ডের স্পেসিফিকেশন পেইজে ৩টা ফিজিক্যাল ডিসপ্লে আউটপুট অপশন লিখা আছে, কিন্তু ৩টা ডিসপ্লে একসাথে ব্যবহার করা যাবে কিনা সেটা উল্লেখ করা নেই, যেটাও অনেকটা ধোয়াশার মধ্যে ফেলে দেয়, কারণ আমরা ইতিপূর্বেই বলেছি, ৩টা ডিসপ্লে আউটপুট থাকা মানেই ট্রিপল ডিসপ্লে সাপোর্ট করবে এমনটা নাও হতে পারে।

বেশিরভাগ কম্পিউটার ইউজার নতুন পিসি বিল্ড করার ক্ষেত্রে, প্রসেসর নেয়ার পর এর সাথে সাপোর্টেড যেকোনো একটা মাদারবোর্ড নিয়ে নেয়, যেহেতু প্রায় সব মাদারবোর্ডে নূন্যতম একটা হলেও ডিসপ্লে আউটপুট থাকে, আর ব্যবহারকারীরও একটা মনিটর হলেই চলে। আবার অনেকে তো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডই ইউজ করে যার ফলে তার চিন্তা মাদারবোর্ডের অনবোর্ড গ্রাফিক্স নয় বরং গ্রাফিক্স কার্ড।

কিন্তু, এমন অনেক ব্যবহারকারী আছেন যারা ডুয়াল বা ট্রিপল ডিসপ্লে সেটাপে অভ্যস্ত, অথবা যারা ASTER সফটওয়্যার এর মাধ্যমে একাধিক ইউজার একসাথে টি কম্পিউটার ব্যবহার করতে চায়। তাই, এসকল ক্ষেত্রে মাদারবোর্ড নেয়ার সময় আর সব কিছুর পাশাপাশি আমাদের চোখ আরো একটি জিনিসের দিকে যায়, আর সেটি হচ্ছে মাদারবোর্ডটি'তে ৩টা ডিসপ্লে আউটপুট রয়েছে তো?

তাহলে কি করা যায়? এই আর্টিকেলটি পড়ে আপনি সেইসব পদ্ধতি বা টিপস জানতে পারবেন যা আপনার মাদারবোর্ড নেয়ার সময় এত এত ব্রান্ড ও মডেল এর মধ্যে আসলেই যেগুলো ট্রিপল ডিসপ্লে সাপোর্ট করে সেগুলো খুঁজে পেতে সহায়তা করবে। তো চলুন শুরু করি...।

মাদারবোর্ড নির্বাচন করার পূর্বে আপনি কোন প্রসেসর টি নিবেন সেটি নির্বাচন করতে হয়, যেহেতু প্রসেসর এর ব্র্যান্ড, সকেট ও চিপসেট সিরিজ অনুসারে মাদারবোর্ড সিলেক্ট করতে হয়। যেহেতু এই আর্টিকেলটি মাদারবোর্ড নিয়ে তাই আমরা ধরে নিলাম আপনি প্রসেসর নির্বাচন করে ফেলেছেন।

তো প্রথমে আপনার প্রসেসর অনুযায়ী আপনি যেখান থেকে পিসি বিল্ড করতে চান তাদের কাছে বর্তমানে কোন কোন ব্র্যান্ড এর কোন কোন মডেল গুলো রয়েছে সেটি জেনে নিবেন। আরো সহজভাবে সেই শপের যদি ওয়েবসাইট থাকে যেমনঃ স্টারটেক, রায়ান্স, টেকল্যান্ড, স্কাইল্যান্ড প্রভৃতি) তাহলে তাদের ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি এই তালিকাটি পেয়ে যাবেন (ছবি দেখুন)। এরপর সেখান থেকে আরো একবার শর্টলিস্ট করবেন কোনগুলোতে ফিজিক্যালি ৩টি ডিসপ্লে আউটপুট রয়েছে। এটা খুবই সহজ, প্রডাক্টের ছবি দেখলেই আপনি বুঝতে পারবেন ৩টি ডিসপ্লে আউটপুট রয়েছে কিনা। এটা করা হয়ে গেলে আপনার কাজ অর্ধেক শেষ, বাকি অর্ধেক চলুন জেনে নেই।

Intel Platform

যদি আপনার প্রসেসরটি ইন্টেল এর হয়ে থাকে তাহলে আপনাকে দুটি জিনিস দেখতে হবে, প্রথমটি, আপনার প্রসেসর এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সর্বোচ্চ কয়টি ডিসপ্লে সাপোর্ট করে এবং দ্বিতীয়ত আপনার মাদারবোর্ডের চিপসেট কয়টি ডিসপ্লে সাপোর্ট করে।

যেভাবে জানবেনঃ

আপনি যেই প্রসেসর টি নিয়েছেন সেটির মডেল লিখে গুগলে সার্চ করুন। ধরে নেই, আমাদের প্রসেসর টি হলো core i5-10400। গুগল সার্চ করার পর আপনি ইন্টেল একটি ওয়েবসাইট পাবেন যেখানে এই মডেলটির স্পেসিফিকেশন দেওয়া আছে।

এরপর সেই ওয়েবসাইটে গিয়ে "GPU Specifications" এ যাবেন। এরপর নিচের দিকে "# of Displays Supported ‡" এটাতে গেলে দেখতে পাবেন 3 লেখা। অর্থাৎ এই প্রসেসর এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বা iGPU (বা অনবোর্ড গ্রাফিক্স) সর্বোচ্চ ৩টি ডিসপ্লে সাপোর্ট করে। আবার ধরেন, i3-2120 এর দুইটা ডিসপ্লে সাপোর্ট করে। অন্যদিকে লেটেস্ট জেনারেশন i3-12100 / i3-13100 সর্বোচ্চ ৪টি ডিসপ্লে সাপোর্ট করে।

এরপর দেখতে হবে চিপসেট কতটি ডিসপ্লে সাপোর্ট করে। তো আগের উদাহরণগুলোই কল্পনা করি, ধরি আমার প্রসেসরটি হচ্ছে core i3-10400. এটি একটি 10th gen processor. ইন্টেল ৪০০ সিরিজ চিপসেট গুলো 10th gen processor সাপোর্ট করে। এর মধ্যে রয়েছে H410 Chipset. এবার আমরা গুগলে সার্চ করবো "Intel H410 Chipset". প্রথম লিংকটিতে ইন্টেল এর ওয়েবসাইট দেখতে পাবো। সেখানে প্রবেশের পর "Processor Graphics" এ ক্লিক করবো। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি # of Displays Supported ‡ 2। অর্থাৎ এই চিপসেট দিয়ে যত মাদারবোর্ড বাজারে রয়েছে সবগুলো সর্বোচ্চ ২টি ডিসপ্লে সাপোর্ট করবে, এমনকি যদি সেই মাদারবোর্ডে ৩টি ফিজিক্যাল ডিসপ্লে আউটপুট থাকেও। উদাহরণস্বরূপ, ASrock H410M-HDV. এর স্পেসিফিকেশন পেইজে গেলে আমরা দেখতে পাবো, এখানে ৩টি ডিসপ্লে আউটপুট রয়েছে, কিন্তু ২টি ডিসপ্লে একসাথে ব্যবহার করা যাবে।


আবার ইন্টেল 400 সিরিজের আরেকটি চিপসেট H470. এবং আমরা যদি একইভাবে ইন্টেল এর ওয়েবসাইটে চেক করি, তাহলে দেখতে পাচ্ছি # of Displays Supported ‡ ৩। অর্থাৎ এই চিপসেট দিয়ে ৩টি ফিজিক্যাল ডিসপ্লে আউটপুট সহ যত মাদারবোর্ড বাজারে রয়েছে তার সবগুলোতে ট্রিপল ডিসপ্লে সাপোর্ট করবে। উদাহরণস্বরূপ, ASrock H470M-HDV. এবং এর স্পেসিফিকেশন পেইজে গেলে আমরা দেখতে পাবো, এখানে ৩টি ডিসপ্লে আউটপুট রয়েছে এবং ৩টি ডিসপ্লে একসাথে সাপোর্ট করে।

তবে যারা এখনো প্রসেসর কি নিবেন সেটা ভেবে উঠতে পারেননি তাদের কাজ সহজ করতে নিচের ছকটি তৈরি করা হয়েছে।

তবে যারা এখনো প্রসেসর কি নিবেন সেটা ভেবে উঠতে পারেননি তাদের কাজ আরো সহজ করে দেই।

1st Gen (Lynnfield & Clarkdale) ও 2nd Gen (Sandy Bridge) এর সকল ইন্টেল Celeron/Pentium/Core প্রসেসর সর্বোচ্চ ২টি ডিসপ্লে সাপোর্ট করে।

3rd Gen (Ivy Bridge) থেকে শুরু করে 11th Gen (Rocket Lake) পর্যন্ত সকল Celeron/Pentium/Core প্রসেসর সর্বোচ্চ ৩টি ডিসপ্লে সাপোর্ট করে।

12th Gen (Alder Lake) ও 13th Gen (Raptor Lake) এর সকল ইন্টেল Celeron/Pentium/Core প্রসেসর সর্বোচ্চ ৪টি ডিসপ্লে সাপোর্ট করে।

এতো গেলো প্রসেসর এর বিষয়, এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চিপসেট, কারণ শুধুমাত্র প্রসেসর তো সাপোর্ট করলে হবেনা, চিপসেট এর সাপোর্ট ও দেখতে হবে।

বাংলাদেশ পরিপ্রেক্ষিতে, আমরা সর্বনিম্ন বা সবচেয়ে পুরোনো যেই বোর্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে G31 ও G41 চিপসেটের মাদারবোর্ডগুলো, এই মাদারবোর্ডগুলো যেই প্রসেসর সাপোর্ট করে (যেমনঃ সেলেরন, পেন্টিয়াম, কোর টু ডুয়ো) সেগুলোতে প্রসেসর এর মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকেনা, বরং সেটি থাকে মাদারবোর্ডে। এবং এই চিপসেটগুলো শুধুমাত্র ১টি ডিসপ্লে সাপোর্ট করে।

এরপর 1st Gen প্রসেসর গুলো ইন্টেল ৫ সিরিজ চিপসেট গুলো (যেমনঃ H55) সাপোর্ট করে

Write your text here...