কমপ্লিট হার্ডওয়্যার সেটাপ গাইড
কমপ্লিট
হার্ডওয়্যার সেটাপ গাইড
কি, কেন এবং কাদের জন্য
এই হার্ডওয়্যার সেটাপ গাইডটি একটি পূর্ণাঙ্গ হার্ডওয়্যার সেটাপ গাইড বিশেষত ASTER ব্যবহারের জন্য। হার্ডওয়্যার সেটাপ বলতে এখানে বিশেষ কোনো ডিভাইস সেটাপ’কে নির্দেশ করা হয়নি, এমনকি ASTER ব্যবহারে বিশেষ কোনো ডিভাইসের ও প্রয়োজন নেই।
এখানে আমরা জানবো কিভাবে ASTER সেটাপের জন্য পিসি’তে মনিটর, মাউস, কিবোর্ড ও অন্যান্য পেরিফেরালস (যদি থাকে) কানেক্ট করবেন। বিশেষ করে যারা অধিক ওয়ার্কপ্লেস করবেন কিন্তু এত এত মনিটর কিভাবে পিসি’তে কানেক্ট করবেন বুঝতে পারছেন না, কত দূরে মনিটর সেটাপ করা যাবে, ক্যাবল ছাড়া কিভাবে মনিটর সেটাপ করতে পারবেন, প্রত্যেক ইউজারের জন্য কিভাবে স্বতন্ত্র্য অডিও সেটাপ করা সহ হার্ডওয়্যার সেটাপের যাবতীয় সকল কিছু।
যারা নতুন পিসি বিল্ড করে সেটিতে ASTER ব্যবহার করতে চান কিংবা বর্তমান পিসি’টিতে ইউজার/ওয়ার্কপ্লেস বাড়াতে চান, উভয়ের জন্যই এই গাইডটি খুবই কার্যকরী হতে চলেছে, প্রতিটা বিষয়ে যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা ডিটেইলে আলোচনা করার চেষ্টা করেছি।
মোট শব্দসংখ্যা 2152 টি। পুরোটা পড়তে সময় লাগবে আনুমানিক 21.5 মিনিট। এই গাইডটি যথেষ্ট বিগিনার ফ্রেন্ডলি যার ফলে এটি অনেকটা বড় মনে হতে পারে, যেহেতু বিগিনার ফ্রেন্ডলি তাই যে কেউ যার কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে গভীর জ্ঞান নেই, তিনিও খুব ভালোভাবে বিষয়গুলি বুঝতে পারবেন। পুরো ইন্টারনেটে এটাই একমাত্র বিস্তর ও পূর্ণাঙ্গ ASTER রিলেটেড গাইড, সেটিও আবার সম্পূর্ন বাংলায়।
ওয়ার্কপ্লেস কি
পুরো গাইডে আমরা কখনো “ওয়ার্কপ্লেস” আবার কখনোবা “ইউজার” বলবো। দুইটাই কিন্তু একই অর্থ বহন করে। মূলত ASTER এর মাধ্যমে আপনার পিসি’টি হতে মোট যতজন ইউজার ব্যবহার করতে চান, প্রত্যেক ইউজারের জন্য যেই মনিটর-মাউস-কিবোর্ড বরাদ্দ করবেন একত্রে সেগুলোকে একটি ওয়ার্কপ্লেস (workplace) বলা হয়।
তাই, ওয়ার্কপ্লেস সংখ্যা = ইউজার সংখ্যা
প্রতিটি ASTER ওয়ার্কপ্লেস ৩টি মৌলিক ডিভাইস নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছেঃ মনিটর, মাউস ও কিবোর্ড। প্রতিটি ইউজারকে তার ওয়ার্কপ্লেস এক্সেস বা ব্যবহার করতে নূন্যতম এই ৩টি জিনিস আবশ্যক। এছাড়া ইউজারের প্রয়োজন অনুসারে এডিশনাল/পেরিফেরাল ডিভাইস যেমনঃ অডিও ডিভাইস, ইউএসবি হাব, ইউএসবি ডিভাইস ও অন্যান্য ডিভাইস ব্যবহার করতে পারবেন।
সে অনুসারে পুরো গাইডটি প্রধানত দুটি ভাগে ভাগ করা হলো।
Zelics is the Authorized Dealer of ASTER Multiseat in Bangladesh region. With ASTER, you can have multiple computer users working simultaneously using just one windows computer, no need of additional hardware! By Using ASTER, you can save money, time, resources, electricity usage and many more!
Information
Useful Links
Follow Us

