কীভাবে শুরু করবেন?
এখনো নিশ্চিত হতে পারছেন না কিভাবে শুরু করবেন, হয়তো ভাবছেন আপনার পিসি'তে ঠিকঠাক কাজ করবে তো অথবা কয়টি ওয়ার্কপ্লেস'ই বা করতে পারবো?
চিন্তা নেই! মাত্র ৮ মিনিটের এই ছোট্ট গাইডে আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে ১৪ দিনের ফুল ফিচারড ফ্রী ট্রায়াল এর মাধ্যমে ASTER সেটাপ ও টেস্ট রান করবেন!
চিন্তার কিছু নেই, আপনাকে বিশেষ কোনো ডিভাইস সেটাপ করতে হবেনা, হার্ডওয়্যার সেটাপ বলতে আপনার পিসি'র সাথে প্রয়োজনীয় মনিটর, মাউস, কিবোর্ড ও অন্যান্য পেরিফেরাল ডিভাইস সমূহ কিভাবে কানেক্ট করবেন তা দেখানো হবে।
এই অংশে ASTER ডাউনলোড করা থেকে শুরু করে কিভাবে ইনস্টল, ফ্রী ট্রায়াল এক্টিভেট ও ওয়ার্কপ্লেসগুলো সেটাপ করবেন এবং সবশেষে ASTER এনেবল করবেন তা দেখানো হবে।
Hardware Setup
ASTER এর মাধ্যমে ১টি পিসি হতে সর্বোচ্চ ১২টি ওয়ার্কপ্লেস করা যায়। তবে ল্যাপটপ হতে সর্বোচ্চ ৪টি ওয়ার্কপ্লেস করা যায়।
তবে এর অর্থ এই নয় যে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ টি হতেও যথাক্রমে ১২টি বা ৪টি ওয়ার্কপ্লেস'ই করতে পারবেন। মূলত আপনার পিসি'র কনফিগারেশন ও প্রতিটি ওয়ার্কপ্লেসে কি ধরনের ওয়ার্কলোড দিতে চান তার উপর নির্ভর করছে আপনি কয়টি ওয়ার্কপ্লেস করতে পারবেন।
যেহেতু আপনি এই গাইড'টি পড়ছেন তাই আমরা ধরে নিচ্ছি আপনি পূর্বে কখনো ASTER ব্যবহার করেননি। তাই আমরা রেকমেন্ড করি আপনি প্রথমে দুটি ওয়ার্কপ্লেস দিয়েই শুরু করুন, কেননা পরবর্তীতে চাইলে আপনি যেকোনো সময় আপনার পিসি'র কনফিগারেশন ও ওয়ার্কলোডের ভিত্তিতে আরো ওয়ার্কপ্লেস বাড়াতে পারবেন। দুটি ওয়ার্কপ্লেস করার মাধ্যমে আপনি ASTER সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন এবং নিজেই বুঝতে পারবেন এরপর আপনাকে কি করতে হবে!


মনিটর সেটাপ




পিসি'তে আমরা ১টি মনিটর ব্যবহার তো করেই থাকি, তাইনা? তার মানে একটি ওয়ার্কপ্লেস অলরেডি আছে। ২য় ওয়ার্কপ্লেস টির জন্য আমাদের মনিটর সেটাপ করতে হবে।








ধরি পোর্ট এর ব্যবস্থা হয়ে গেল, তাহলে এখন ২য় মনিটরটি'কে পিসি'তে ক্যাবল দিয়ে কানেক্ট করতে হবে। চাইলে ওয়ারলেসলিও কানেক্ট করা যায়, তবে আমরা বিষয়টি সিম্পল রাখছি।
আপনার মনিটর ও পিসি'র পোর্ট ইন্টারফেইস যদি একই হয় তাহলে তো ঝামেলা নেই। কিন্তু যদি এমন হয় যে মনিটরে VGA কিন্তু পিসি'তে HDMI বা মনিটরে HDMI কিন্তু পিসি'তে DVI বা উল্টো। এক্ষেত্রেও খুব সহজ আপনাকে জাস্ট একটা কনভার্টার নিতে হবে। যেমনঃ VGA to HDMI Converter, VGA to DVI, HDMI to DVI, VGA to DP ইত্যাদি।


অনেকে মনে করেন যে স্প্লিটার ক্যাবল দিয়েই তো অনেক মনিটর কানেক্ট করা যায়, তা মাদারবোর্ডে পোর্ট থাকুক বা নাই থাকুক, গ্রাফিক্স কার্ড নেওয়ারই বা কি দরকার।
তবে মজার বিষয় হচ্ছে স্প্লিটার ক্যাবল দিয়ে কানেক্টেড মনিটরগুলো চালু করার পর খেয়াল করলে দেখবেন সবগুলোয় একই স্ক্রিন দেখায়। এখানে মূলত স্ক্রিনগুলো ডুপ্লিকেট হয়, বাট ASTER এর জন্য আপনার স্ক্রিনগুলো অবশ্যই এক্সটেন্ডেড মোডে রাখতে হবে ঠিক যেমনটা আমরা সচরাচর ডুয়াল, ট্রিপল বা মাল্টিমনিটর সেটাপে করে থাকি। তাই স্প্লিটার ক্যাবল ব্যবহার করা যাবেনা।
সব গুলো বিষয় মাথায় রেখে আপনার ২য় মনিটরটি কানেক্ট করে ফেলুন।


প্রতিটি ASTER ওয়ার্কপ্লেস নূন্যতম ১টি মনিটর, মাউস ও কিবোর্ড নিয়ে গঠিত হয়। আমরা চাইলে ১টি ওয়ার্কপ্লেসে একাধিক মনিটরও ব্যবহার করতে পারি তবে আমরা এখানে একদম বেইসিক টা দেখাবো।
ধাপ ০১ঃ
ধাপ ০২ঃ
এজন্য প্রথমেই নিশ্চিত হয়ে নিতে হবে যে, ২য় মনিটর কানেক্ট করার জন্য আপনার কম্পিউটারটি'তে আর কোনো মনিটর পোর্ট আছে কিনা।
বিভিন্ন ধরনের পোর্ট রয়েছে যেমনঃ VGA, HDMI, DVI, DisplayPort
ধাপ ০৩ঃ
ধরুন আপনার পিসি'টিতে শুধুমাত্র ১টি মনিটর পোর্ট'ই রয়েছে এবং সেটি'তে প্রাইমারী মনিটরটি কানেক্টেড, ২য় মনিটরটি কানেক্ট করার জন্য অবশিষ্ট কোনো ডিসপ্লে আউটপুট নেই।
বেশিরভাগ মাদারবোর্ডেই নূন্যতম দুটি পোর্ট থাকে, তবে দেখা যায় কিছু মাদারবোর্ডে কেবল ১টি পোর্ট'ই থাকে। এক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হলো গ্রাফিক্স কার্ড ব্যবহার করা, তবে গ্রাফিক্স কার্ডের নাম শুনে ঘাবড়ানোর কিছু নেই, হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার গ্রাফিক্স কার্ড রয়েছে, আপনার কাজের ধরন অনুসারে কার্ড নিলেই হবে, এক্ষেত্রে বাজেট ইস্যু হলে ইউজড কার্ডও নিতে পারেন।
এর চেয়েও সাশ্রয়ী বিকল্প হচ্ছে USB Display Adapter সমূহ ব্যবহার করা। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই FrescoLogic এর এডাপ্টার গুলো নিতে হবে অন্যথায় সাপোর্ট করবেনা।
মাউস-কিবোর্ড সেটাপ




প্রতিটি ASTER ওয়ার্কপ্লেস নূন্যতম ১টি মনিটর, মাউস ও কিবোর্ড নিয়ে গঠিত হয়। আমরা চাইলে ওয়্যারলেস বা ব্লুটুথ মাউস-কিবোর্ড ও ব্যবহার করতে পারি।
ধাপ ০১ঃ
প্রতিটি ASTER ওয়ার্কপ্লেস এর জন্য ১টি করে মাউস ও কিবোর্ড নিন।
ধাপ ০২ঃ
এরপর সেগুলোকে সরাসরি অথবা ইউএসবি হাবের মাধ্যমে পিসি'র ইউএসবি পোর্টে কানেক্ট করুন।
পেরিফেরাল ডিভাইসসমূহ (অপশনাল)


পেরিফেরাল বা আনুষঙ্গিক ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অডিও যেটা সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হয়েছে। এছাড়া আরো অনেক ডিভাইস যেমন প্রিন্টার, পেন্ড্রাইভ, গেমপ্যাড সহ যেকোনো পেরিফেরাল ডিভাইসসমূহও ব্যবহার করতে পারবেন। খেয়াল করবেন, এগুলো কিন্তু সবই অপশনাল বা আপনার প্রয়োজন অনুসারে, ASTER ওয়ার্কপ্লেস তৈরিতে এগুলোর প্রয়োজন নেই।
ধাপ ০১ঃ
সাধারনত পিসি'র সাথে বিল্ট ইন একটি সাউন্ড কার্ড যা রিয়েলটেক এর হয়। এক্ষেত্রে আপনার যদি অন্য ওয়ার্কপ্লেস গুলোয় আলাদা সাউন্ড ইনপুট (মাইক্রোফোন) ও আউটপুট (স্পিকার) এর প্রয়োজন না থাকে আলাদাভাবে আর কিছুই লাগাতে হবেনা। আপনি চাইলে বিল্ট ইন সাউন্ডকার্ড নির্দিষ্ট একটি ওয়ার্কপ্লেস এ ব্যবহার করতে পারেন অথবা সবগুলো ওয়ার্কপ্লেস এ শেয়ার করতে পারেন।
ধাপ ০২ঃ
আর যদি প্রতি ওয়ার্কপ্লেসে আলাদা অডিও এর দরকার হয় তাহলে প্রতিটির জন্য ১টি করে ইউএসবি সাউন্ড কার্ড নিতে হবে।
অথবা আপনি চাইলে ব্লুটুথ অডিও ডিভাইস ও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে সাউন্ড কার্ডের প্রয়োজন নেই




সবগুলো ডিভাইস কানেক্ট করা হয়ে গেলে এবার আপনাকে ASTER সেটাপ করতে হবে যা আসলে খুবই সহজ। নিম্নে তা দেখানো হয়েছে।


ASTER Setup
ASTER সেটাপ এর মধ্যে রয়েছে-
১। সবগুলো ডিসপ্লে "Set Displays as Extended Mode" এ নেয়া।
২। যতগুলো ওয়ার্কপ্লেস করতে চান ঠিক ততগুলো উইন্ডোজ ইউজার একাউন্ট ক্রিয়েট করা।
৩। ASTER ডাউনলোড করা।
৪। ASTER ইনস্টল ও ফ্রী ট্রায়াল এক্টিভেট করা।
৫। ASTER ওয়ার্কপ্লেস সমূহ সেটাপ করা।
৬। ASTER এনেবল করা।


এই সবগুলো বিষয় ধাপে ধাপে নিম্নের ভিডিওতে দেখানো হয়েছে, ভিডিওটি অনেক লম্বা মনে হলেও এখানে আসলে কমপ্লিট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে যার মধ্যে শুরুতে ও শেষ অংশে মূলত হার্ডওয়্যার সেটাপ নিয়ে আলোচনা করা হয়েছে, তাই ভিডিও ১৫ মিনিটের হলেও ASTER সেটাপ কিন্তু ১০ মিনিটেরও কম। এছাড়া ভিডিওতে চাপ্টার রয়েছে, তাই আপনি যেই অংশ দেখতে চান ঠিক সেই অংশে স্কিপ করে চলে যেতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী






ASTER সেটাপে কোনো ধরনের সমস্যায় পড়লে আমাদের জানাবেন। প্রথমবার ASTER সেটাপ ও ইন্সটলেশন চার্জ একদম ফ্রী। আপনি সেটাপ করতে না পারলে আমাদের সার্ভিস প্রতিনিধি রিমোট এক্সেস নেয়ার মাধ্যমে ১টি ইউনিট সম্পূর্ণ বিনামূল্যে সেটাপ করে দিবেন।
ASTER নিয়ে আমাদের গ্রাহকদের করা কমন প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের FAQs পেইজটি ভিজিট করতে পারেন। সেখানে সাধারন প্রশ্ন থেকে শুরু করে লাইসেন্সিং, আফটার সেলস সার্ভিস সহ যাবতীয় সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
এছাড়া ASTER সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ
পুরো গাইডে কিভাবে দু'টি ওয়ার্কপ্লেস করতে হয় তা দেখানো হলেও এর বেশি ওয়ার্কপ্লেস করাও কিন্তু কঠিন কিছু নয়। এখানে মৌলিক বিষয় টা হচ্ছে আপনি যতটি ওয়ার্কপ্লেস করতে চান, পিসি'তে ঠিক ততটি মনিটর পোর্ট এর ব্যবস্থা করতে হবে।
এখন যদি আপনার কাজ খুবই হালকা (গ্রাফিক্স ইন্টেন্সিভ না হয়) হয় তাহলে USB Display Adapter দিয়ে মনিটর এড করতে পারেন। তবে সেটা অবশ্যই FrescoLogic এর হতে হবে। এছাড়া যেকোনো ধরনের কাজের জন্য আপনার কাজের ধরণ অনুসারে গ্রাফিক্স কার্ড নিতে পারেন, খেয়াল রাখবেন যাতে গ্রাফিক্স কার্ডের পোর্ট সংখ্যা বেশি হয়, তাহলে আপনি বেশি ওয়ার্কপ্লেস ক্রিয়েট করতে পারবেন।
ফ্রী ট্রায়াল দিয়ে আপনি সর্বোচ্চ ১২টি ওয়ার্কপ্লেস করতে পারবেন ১৪ দিনের জন্য। এছাড়া ফ্রী ট্রায়াল শেষেও যদি আপনার টেস্টিং কম্পলিট করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে প্রযোজ্যক্ষেত্রে আপনার ট্রায়াল আরো কিছু দিনের জন্য বর্ধিত করে দেওয়া হবে।
এছাড়া ফ্রী ট্রায়াল শেষে আপনি লাইসেন্স কেনার পর আবারো একটি ফ্রী ট্রায়াল পাবেন। উদাহরণস্বরূপঃ আপনি একটি প্রো-২ নিয়ে ২টি ওয়ার্কপ্লেস ব্যবহার করছেন, কিছুদিন পর ভাবলেন আপনার পিসি দিয়ে হয়তো আরো কয়েকটি ওয়ার্কপ্লেস বাড়ানো যেতে পারে। আপনি কিন্তু নিশ্চিত না যে আসলেই আরো কয়েকটা ওয়ার্কপ্লেস এর লোড আপনার পিসি নিতে পারবে কিনা বা কেমন পারফর্ম করবে। প্রতিবার আপনি যেকোনো ASTER লাইসেন্স কেনার পর আবারো ১টি ১৪ দিনের ফুল ফিচারড ট্রায়াল দেওয়া হয় যেটি আপনি চাইলে যেকোনো সময়ে এক্টিভেট করতে পারবেন।
Zelics is the Authorized Dealer of ASTER Multiseat in Bangladesh region. With ASTER, you can have multiple computer users working simultaneously using just one windows computer, no need of additional hardware! By Using ASTER, you can save money, time, resources, electricity usage and many more!
Information
Useful Links
Follow Us

